উল্লাপাড়ায় কৃষকদের মাঝে সার, বীজ ও কম্বাইন হারভেস্টার বিতরণ

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

১২ এপ্রিল, ২০২২, ২ years আগে

উল্লাপাড়ায় কৃষকদের মাঝে সার, বীজ ও কম্বাইন হারভেস্টার বিতরণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে স্থানীয় ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে পাট, উফশী আউশ ধান বীজ,সার এবং কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল ) বেলা ১২ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন এর সভাপতিত্বে এবং প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ,পাটের বীজ ও সার বিতরণ করেন, সিরাজগঞ্জ (উল্লাপাড়া-৪) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় বিনামূল্যে কৃষকদের মাঝে ১০ কেজি করে উফশী আউশ ধানের বীজ, পাট বীজ ও ২০ কেজি বিএডিসি এম ও পি সার বিতরণ করা হয়।

উক্ত বিতারণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা ও বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রমুখ। পরে, সমন্মিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ১ জন কৃষকের মাঝে ৫০% ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টারের চাবি হাতে তুলে দেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

পত্রিকা একাত্তর/মোঃ শাহাদত হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news