নড়াইল কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নড়াইল জেলা প্রতিনিধি

১২ এপ্রিল, ২০২২, ২ years আগে

নড়াইল  কৃষকদের মাঝে  বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নড়াইল সদরে বিনামূল্যে নির্বাচিত ক্ষুদ্র,প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারনঅধিদপ্তর,নড়াইল এর আয়োজনে প্রণোদনা কর্মসুচির আওতায় নির্বাচিতক্ষুদ্র, প্রান্তিক কৃষক/কৃষানীদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সারবিতরণ করা হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলায় ১ হাজার ৫শত জন কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং এমওপি সার ১০ কেজি করে বিতরন করা হয়।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর ,নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায় এরসভাপতিত্বে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাগনসহ উপকারভোগি কৃষকগণ এ সময় উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর/হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news