চরফ্যাশনের দুধর্ষ ভূমি দস্যু গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন

১১ এপ্রিল, ২০২২, ২ years আগে

চরফ্যাশনের দুধর্ষ ভূমি দস্যু গ্রেফতার
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

ভোলার চরফ্যাশনের চরমানিকা ৪ নং ওয়ার্ডে দুধর্ষ ভূমি দস্যু আলী হোসেন ছুট্টু কে গ্রেফতার করেছেন। সোমবার দুপুরে দক্ষিণ আইচা থানার এসআই শামিম আহমেদ সোহাগের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত আলী হোসেন চরমানিকা ৪ নং ওয়ার্ডের মৃত ফজলে রহমান সিকদারের ছেলে।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন- চর মানিকা এলাকার খোরশেদ হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে বীরমুক্তিযোদ্ধা আ: খালেকের উপর হামলা, জাল জালিয়াতিসহ বিভিন্ন মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, আলী হোসেনের বিরুদ্ধে ভূমি দস্যুতা, সন্ত্রাসী কর্মকান্ড, জাল-জালিয়াতি, জমি দখল, সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী, প্রতারণাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

চরমানিকা ইউনিয় মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক জানান, আলি হোসেন সহ একদল ভূমি তার ও তার পরিবারের উপর হামলা করে এবং জমি দখলের জন্য বসত ঘর ভেঙে নিয়ে যায়। এঘটনায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করছেন।

চর কচ্ছপিয়া গ্রামের জাকির হোসেন জানান, আলী হোসেনসহ একটি জালিয়াতি চক্র তার জমির উপর জাল জালিয়াতির মাধ্যমে ভূয়াকাগজ তৈরি করে জমি দখল করতে চায়। এ ঘটনায় একটি জালিয়াতি মামলা চলমান রয়েছে।

আবুল কাশেম সুকানী জানান, তার সাথে আলি হোসেন জমি বিক্রি করে টাকা নিয়ে জমি না দিয়ে প্রতারণা করেছেন। এ ঘটনায় চরফ্যাশন আদালতে তার বিরুদ্ধে মামলা করেছেন।

চর কচ্ছপিয়া গ্রামের একাধিক কৃষক জানান, আলী হোসেন তার নামে, তার স্ত্রী, ছেলে ও ছেলে বউদের নামে ভূয়া কাগজপত্র তৈরি করে অসংখ্য জমি বন্দোবস্ত নিয়ে বিভিন্ন ব্যক্তির জমি দখল করেছে এবং অনেক কৃষকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এলাকাবাসী আলী হোসেন ও স্বজনদের নামের সকল বন্দোবস্ত কেইস বাতিল করে আলী হোসেনকে দৃষ্টান্তমুলক শাস্তি দেয়ার দাবি জানান।

পত্রিকা একাত্তর/ শামছুদ্দিন খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news