ডোমারে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১১ এপ্রিল, ২০২২, ২ years আগে

ডোমারে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ–১৪২৯ উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ই এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ডোমার উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।

এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, ডোমার থানার এসআই শাহ আলম, উপজেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, পৌর কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরকাদের সরকার ইমরান প্রমূখ সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও গুণীজনেরা।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ডোমার উপজেলায় আনুষ্ঠানিকভাবে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে ১৪ই এপ্রিল সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রা শেষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news