হরিণাকুন্ডুতে ভাংচুর মামলার ২ আসামী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, হরিনাকুণ্ডু

১০ এপ্রিল, ২০২২, ২ years আগে

হরিণাকুন্ডুতে ভাংচুর মামলার ২ আসামী গ্রেপ্তার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মান্দিয়া বাজারে দোকান পাট ও ঘর বাড়ি ভাংচুর এবং লুটপাটের ঘটনায় বিভিন্ন সামাজিক মাধ্যম ও পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর, ৯ এপ্রিল দায়ের করা মামলায় ২ জন কে গ্রেপ্তার করেছে হরিনাকুন্ডু থানার পুলিশ।

জানাগেছে, শনিবার (৯ এপ্রিল) ৩৩জন আসামী করে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার । সেই মামলায় রবিবার সকালে রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে নুরুল ইসলাম(৫৫)কে এবং নিত্যানন্দপুর গ্রামের শাহাবুদ্দীন শেখ এর ছেলে গোলাম সরোয়ার(৫০) কে গোপন সংবাদের ভিত্তিতে চরপাড়া বাজার থেকে বিকালে গ্রেপ্তার করে।

হরিণাকুণ্ডু উপজেলার চরপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ,এস,আই আমিরুল এর নেতৃত্বে একদল পুলিশ সদস্যের ঝটিকা অভিযানে আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

মোঃ সাইফুল ইসলাম জানান, রঘুনাথপুর ইউনিয়নের মান্দিয়া বাজারের দোকান পাট ভাংচুর এবং প্রধানমন্ত্রীর দেয়া উপহার দুর্যোগ সহনীয় ঘর ভাংচুরের ঘটনায় এ পর্যন্ত ২ জনকে গ্রেপ্তারের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

পত্রিকা একাত্তর / উদয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news