ঘূর্ণিঝড়ে ডোমারের শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১০ এপ্রিল, ২০২২, ২ years আগে

ঘূর্ণিঝড়ে ডোমারের শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত

মাত্র ১০ মিনিটের কালবৈশাখী ঘূর্ণিঝড়ে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি তথা ভোগডাবুরী ও কেতকীবাড়ী, গোমনাতি, বামুনিয়া ইউনিয়নের প্রায় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।

রবিবার (১০ই এপ্রিল) বিকালে ডোমার উপজেলার ভোগডাবুরী, কেতকীবাড়ি ও গোমনাতি ইউনিয়নের বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে প্রায় সহস্রাধিক গাছপালা ও ঘর-বাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন অন্তত পাঁচজন।

২নং কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রশিদুল ইসলাম রোমান জানান, আকাশ কালো মেঘে অন্ধকার হয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রচণ্ড বাতাস, সেই সঙ্গে বৃষ্টি। বাতাসে ছোট-বড় গাছ, কাঁচাপাকা ঘর-বাড়ি উপড়ে পড়েছে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news