শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগারের কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১০ এপ্রিল, ২০২২, ২ years আগে

শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগারের কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলার ঐতিহ্যবাহী ‘শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন’ এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ই এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ডোমার বাজার বাটার মোড় স্থ শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সভাকক্ষে অনুষ্ঠিত নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন—ডোমার পৌরসভার মেয়র এবং শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সভাপতি আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

সভায় সদস্যদের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা সহ অভিনন্দন জানানো হয় এবং প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিষ্ঠানের উন্নয়ন সাধনে প্রস্তাবিত একটি ব্যাংকের শাখাকে ভাড়া প্রদান, তিনতলার ছাদ নির্মাণ সহ আজীবন সদস্যদের প্রস্তাবিত বিষয়সমূহ পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া সভাপতির পক্ষ থেকে পাঠাগারের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দকে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন—শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, সাধারণ সম্পাদক মো. আনজারুল হক, সহ-সভাপতি মো. মোজাফফর আলী, মো. আখতারুজ্জামান সুমন, সহ-সাধারণ সম্পাদক মো. রওশন রশীদ, অর্থ সম্পাদক শেখর চন্দ্র সাহা, গ্রন্থাগার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন, ক্রীড়া সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সহিদার রহমান মানিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আল-আমিন রহমান, কার্যনির্বাহী সদস্য রাশেদ মাহমুদ উজ্জল, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, মো. মিজানুর রহমান সোহাগ, মো. হাফিজুর রহমান (মন্ত্রী), সাজ্জাদ কিবরিয়া পাপ্পু, সংরক্ষিত নারী সদস্য নাজিরা ফেরদৌসী চৌধুরী প্রমূখ।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news