সিরাজগঞ্জের পুকুরে মাছ ধরা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৮ এপ্রিল, ২০২২, ২ years আগে

সিরাজগঞ্জের পুকুরে মাছ ধরা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ১০
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

সিরাজগঞ্জের তাড়াশে লিজ নেওয়া পুকুরে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ধুলিশ্বর গ্রামে।

স্থানীয় সুত্রে জানা যায়, ওই গ্রামে লিজ কাটা পুকুরের মাছ ধরা নিয়ে মোবারক গং এর গ্রুপ ও বাবর গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। দুই পক্ষের বাক বিতন্ড হওয়ার এক পর্যায়ে মোবারক গং এর লোকজন অতর্কিত ভাবে বাবর গ্রুপের লোকজনদের উপর হামলা চালিয়ে মারপিট করে। এতে প্রায় বাবর গ্রুপের নারী ১০ জন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে তাড়াশ হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ব্যক্তিরা হলেন, মৃত তৈমুদ্দিন প্রামানিকের ছেলে আব্দুর রশিদ, বাবর আলী, সানোয়ার হোসেন, আফসার আলী, আকতার হোসেন, সোবাহান হোসেন, আকতারের ছেলে নাজমুল ও স্ত্রী নুরুন্নাহার, বাবরের স্ত্রী বুলবুলী খাতুন, রায়গঞ্জ উপজেলার বাকাই গ্রামের মোরশেদের স্ত্রী হালিমা খাতুন।

এ ব্যাপারে তাড়াশ থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পত্রিকা একাত্তর/মোঃ শাহাদত হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news