মোহনগঞ্জে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনে জেলা প্রশাসন

নেত্রকোণা জেলা প্রতিনিধি

৮ এপ্রিল, ২০২২, ২ years আগে

মোহনগঞ্জে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনে জেলা প্রশাসন
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

অদ্য ০৭/০৪/২০২২ ইং তারিখ নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজি মোঃ আবদুর রহমান এক দিনব্যাপী কর্মসূচীতে মোহনগঞ্জ উপজেলা পরিদর্শন করেন।

উক্ত উপজেলা পরিদর্শনকালে তিনি নির্মাণাধীন আদর্শনগর পর্যটন কেন্দ্র, শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র ও শহিদ স্মৃতি মহাবিদ্যালয় পরিদর্শন করেন। এসময় নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসন নেত্রকোণা।

আদর্শনগর শহিদ স্মৃতি মহাবিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, সামাজিক জাগরণ ও কুসংস্কার বিরোধী সচেতনতামূলক মিথস্ক্রিয়া ও সৌহার্দপূর্ণ সৃজনশীল মনোভাব গড়ে তোলার বিষয়ে বক্তব্য প্রদান করেন।

এছাড়াও তিনি উপজেলাস্থ বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের চর বড়কাশিয়া ও বাহাম আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলীগণ, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।

পত্রিকা একাত্তর/মোঃ খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news