ভোলায় মুক্তিযোদ্ধা কমান্ডার ৫বছরেও দ্বায়িত্ব হস্তান্তর না করে বহাল তবিয়তে

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৬ এপ্রিল, ২০২২, ২ years আগে

ভোলায়   মুক্তিযোদ্ধা  কমান্ডার ৫বছরেও দ্বায়িত্ব হস্তান্তর না করে বহাল তবিয়তে

ভোলার বোরহানউদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহাম্মদ উল্লাহ মন্ত্রনালয়ের নিদ্দের্শ অমান্য করে গত ৫ বছরেও দ্বায়িত্ব হস্তান্তর না করায় ক্ষোভ প্রকাশ করেছে উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধারা।

অভিযোগ মতে- বোরহানউদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহাম্মদ উল্লাহ প্রকৃত মুক্তিযোদ্ধা নয়। রাজনৈতিক কোটায় মুক্তিযোদ্ধা হয়ে পেশীশক্তি ব্যবহার করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হয়ে ব্যাপক অনিয়ম ও দূনীর্তিতে জড়িয়ে পরেন মর্মে মুক্তিযোদ্ধা দের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ে একটি আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত পূর্বক সত্যতা পাওয়ায় মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় গত ১৭/৬/২০১৭ ইং তারিখে ৪৮.০০.০০০০.০০১.৩১ ১৭.৬.১১নং স্বারক মুলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গঠনতন্ত্রের ১৬(ঞ)ধারা মোতাবেক উপজেলা কমান্ড কাউন্সিলের পরবর্তী কমান্ড কাউন্সিল গঠনের পূর্ব পযর্ন্ত অন্তরবর্তী সময়ের জন্য উপজেলা কমান্ডের প্রশাসক হিসেবে কার্যক্রম পরিচালনা করার নিমিত্তে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহি অফিসারকে দ্বায়িত্ব প্রদান করা হয়। কিন্তুু মন্ত্রনালয়ের এই আদেশকে অমান্য করে উপজেলা নির্বাহি কর্মকর্তার যোগসাজসে আহাম্মদউল্লাহ দ্বায়িত্ব হস্তান্তর না করে গত ৫বছর বহাল তবিয়তে থেকে দ্বায়িত্ব পালন করে আসছে।

তার বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। মুক্তিযুদ্ধ মন্ত্রনালায় ইতিমধ্যে আহাম্মদউল্লাহর লাল মুক্তিবার্তা নম্বর সহ তার সনদ বাতিলের আদেশ ও জারী করেছে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তদারকি, মুক্তিযোদ্ধাদের ব্যান্ক থেকে সম্মানী উত্তোলন, সহ সকল কাজই তিনি ছাড়া করা সম্ভব নহে। আর তাকে সহযোগীতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বয়ং নিজেই।

মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের আদেশ অমান্য করে আহাম্মদউল্লাহ এখনও বহাল তবিয়তে কি ভাবে রয়েছে এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা সাইফুর রহমান এ প্রতিবেদককে জানান- আহাম্মদউল্লাহ উপজেলার সকল কাজে মুক্তিযোদ্ধদের সহযোগীতা করে, তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স,মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা ও রেজুলেশনে তদারকি করেন বলে তিনি জানান।

কেন মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের আদেশ মানা হচ্ছে না এ প্রশ্নের তিনি কোন সূদূত্তর দিতে পারেন নি।

এ দিকে উপজেলা নির্বাহি কর্মকর্তার এহেন অমুক্তিযোদ্ধাপ্রীতি এবং বির্তকিত কর্মকান্ডে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ প্রকাশ করছে।

তারা অবিলম্বে আহাম্মদউল্লাহর নিকট থেকে কমপ্লেক্স ভবনের চাবী সহ সকল তদারকী বন্ধ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।

পত্রিকা একাত্তর/ আবুল বাশার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news