ডোমারে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৬ এপ্রিল, ২০২২, ২ years আগে

ডোমারে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২১–২২ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডোমারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ই এপ্রিল) সকালে ডোমার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।

এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. আনিসুজ্জামান, ৭নং বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম রিমুন, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন প্রমূখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬টি ইউনিয়নে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গ্রুপভিত্তিক বিতরণ কর্মসূচিতে প্রতি গ্রুপে ১০ জন কৃষককে এই কার্যক্রমের আওতায় আনা হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news