ঈদে মহাসড়ক যানজট মুক্ত রাখতে সমন্বয় সভা করলেন হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৫ এপ্রিল, ২০২২, ২ years আগে

ঈদে মহাসড়ক যানজট মুক্ত রাখতে সমন্বয় সভা করলেন হাইওয়ে পুলিশ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যানজট মুক্ত মহাসড়ক নিশ্চিত করার লক্ষে বাস ও ট্রাক মালিক সমিতি, মহাসড়ক সংলগ্ন হোটেল প্রতিনিধি শ্রমিক ইউনিয়ন ও কমিউনিটি পুলিশের সদস্যদের সাথে সমন্বয় সভা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে উল্লাপাড়া হাটিকুমরুল গোলচত্বর এলাকায় হাজী ইমান আলী কমপ্লেক্স এর হল রুমে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওয়নের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ফয়জুর রহমান, এ এসপি হরেশ্বর রায়।

প্রধান অতিথির বক্তব্যে এসপি শাহাবুদ্দীন মুনশী বলেন,এবারের ঈদুল ফিতরে উত্তরাঞ্চলের ঘর মুখো মানুষের নিরাপদে বাড়ি ফিরতে মহাসড়কে হাইওয়ে পুলিশ বিশেষ ভুমিকা পালন করবেন। তিনি মহাসড়কের যানজটের কারন গুলো চিহ্নিত করে পুলিশ সকলের কাছে সহযোগিতা চান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,টি আই এ্যাডমিন সিরাজগঞ্জ জেলা মোঃ সালেকুজামান খান,সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী, হাটিকুমরু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, টি আই রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোসাদ্দেক আলী, সিরাজগঞ্জ বাস মালিক সমিতির রোমান আহম্মেদ, সিরাজগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ফুড ভিলেজ প্লাস হোটেলের ম্যানেজার সাগর আহম্মেদ, মায়ের আচল হোটেলে মালিক আনিসুর রহমান মিন্টুসহ অনেকে।

পত্রিকা একাত্তর/ মোঃ শাহাদত হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news