পাথরঘাটায় পোকা মারা ঔষধ খেয়ে এক যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পাথরঘাটা

৫ এপ্রিল, ২০২২, ২ years আগে

পাথরঘাটায় পোকা মারা ঔষধ খেয়ে এক যুবকের মৃত্যু

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় জাকারিয়া (২৫) নামে এক ব্যাক্তি আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। জাকারিয়া উপজেলার বড়ইতলা ৫নং ওয়ার্ডের আব্দুল কুদ্দুস এর ছেলে।

মৃত জাকারিয়ার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল সেই মেয়েকে নিয়ে তার নিজের বউর সাথে ঝগড়া সৃষ্টি হয়। পরে রাগ করে জাকারিয়া চাউলের পোকা মারার ঔষধ খায়।

পরে তার পরিচিত জুবায়ের খবর পেয়ে অসুস্থ অবস্থায় জাকারিয়াকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পাথরঘাটা উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, পাথরঘাটা কে এম সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের ভেতরে বসে চালের পোকা মারা ট্যাবলেট খায় জাকারিয়া। কিছুক্ষণ পর তার সহকর্মী জুবায়ের ও ইউসুফকে বিষ খাওয়ার কথা জানালে তারা ঘটনাস্থলে যেয়ে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় যান।

কিছুক্ষণ চিকিৎসার পর জাকারিয়ার মৃত্যু হয়। তিনি আরও জানান, জাকারিয়ার শ্বশুরবাড়ির অভিযোগ জাকারিয়ার অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল এবং ওই মেয়ের সঙ্গে ঝগড়া হওয়ায় বিষ খায় সে। জাকারিয়ার প্রতিবেশীদের থেকে জানা যায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্য নিয়ে বিষ খেয়েছে জাকারিয়া।

তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন এ মুহূর্তে তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পাথরঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

পত্রিকা একাত্তর/ নুর এ আলম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news