সাভারে যুবলীগ নেতাকে নৌকা মনোনীত প্রার্থীর হুমকি

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

১ জানুয়ারী, ২০২২, ২ years আগে

সাভারে যুবলীগ নেতাকে নৌকা মনোনীত প্রার্থীর হুমকি

সাভারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করা থেকে সরে দাঁড়াতে এক যুবলীগ নেতার ব্যক্তিগত মোবাইলে কল করে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী কতৃক ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ উঠেছে। সম্প্রতি এই হুমকির অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে ।

অভিযোগের তীর সাভার বিরুলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে। সেই অডিওতে হুমকির শিকার হওয়া ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন ভুক্তভোগী যুবলীগ নেতা নিজেই। তিনি সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও সাভার থানা যুবলীগের সদস্য সোহেল রানা।

হুমকির শিকার হওয়া সোহেল রানা জানান, আমি সাভারের বিরুলিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা। বুঝ হওয়ার পর থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত একজন নিবেদিত কর্মী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাভার থানা যুবলীগের সাবেক সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য সেলিম মন্ডল ভাই। আমি তার পক্ষে অবস্থান নেওয়ায় প্রথম থেকেই আমার উপর বিরুলিয়া ইউনিয়নের জনবিচ্ছিন্ন বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী সাইদুর রহমান সুজন বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ ও হুমকি প্রদর্শন করে আসছে।

তিনি জানান, বিরুলিয়া বাসীর দাবিতে সেলিম ভাই আনারস প্রতীক নিয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন সাইদুর রহমান সুজন। স্থানীয় মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনের কাজ চলছে পুরোদমে। আমাকে আনারস প্রতীকের পক্ষ না নিতে সে তার সন্ত্রাসী বাহিনীর দ্বারা বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে আসছিল। গতকাল (৩১ ডিসেম্বর) নিজেই আমাকে মোবাইল ফোনে কল করে আনারসের পক্ষে কাজ করতে নিষেধ এবং বিভিন্ন অকথ্য ভাষায় হুমকি প্রদান করেছেন।

যুবলীগ নেতা সোহেল রানা অভিযোগ করে বলেন, আগে থেকে বেপরোয়া সুজন চেয়ারম্যান হওয়ার পর আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। জনপ্রতিনিধি হয়েও তার আচরণ জনপ্রতিনিধির মত নয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকার চেয়ারম্যান রয়েছেন,এলাকার মানুষের কাঙ্খিত চাহিদা মেটাতে তিনি অক্ষম।আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অমূল্যায়ন করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলের বারোটা বাঁচিয়েছেন। যার ফলে তাকে আর জনগণ চায় না। জনগণের মনের আগাম বার্তা পেয়ে তিনি উম্মাত আচরণ করছেন। এখন প্রতিদ্বন্দী পক্ষের লোকজনের উপর ভয়-ভীতি প্রদর্শন করছে। আমাকে হুমকির ঘটনায় আমি শংকিত, এ ব্যাপারে পরিবারের সাথে আলোচনা করে পুলিশের কাছে আইনি সহায়তা চাইব।

অভিযোগের ব্যাপারে বিরুলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news