নড়াইলে মাদক মামলায় মিলন পোদ্দার ও কাজী বদিয়ার রহমানকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

উপজেলা প্রতিনিধি, নড়াইল সদর

৫ এপ্রিল, ২০২২, ২ years আগে

নড়াইলে মাদক মামলায় মিলন পোদ্দার ও কাজী বদিয়ার রহমানকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

নড়াইলে মাদক মামলায় সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মিলন পোদ্দার ও পাইকমারী গ্রামের কাজী বদিয়ার রহমানকে যাবজ্জীবন কারাদন্ড কারাদন্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।

এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) এ্যাডভোকেট এমদাদুল ইসলাম (ইমদাদ)।

যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী হলেন, মিলন পোদ্দার সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের গোবিন্দ পোদ্দারে ছেলে। অপর জন কাজী বদিয়ার রহমান একউ উপজেলার পাইকমারি গ্রামের মৃত কাজী বাবর আলীর ছেলে। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৩ সালের ১৯শে মার্চ পুলিশ জানতে পারে ঈগল পরিবহনের চেয়ার কোচ নং-ঢাকা মেট্র-ব-১৪-৬৫-১৪ এ মাদক বহন করা হচ্ছে। নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ফেরিঘাট এলাকায় পৌঁছালে পরিবহন তল্লাশী করে বিভিন্নস্থান থেকে মোট ১২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক(এসআই) নয়ন পাটোয়ারী বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

পত্রিকা একাত্তর/হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news