উখিয়ায় র‌্যাব'র অভিযানে দুই ভূয়া র‌্যাব আটক

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রতিনিধি

৫ এপ্রিল, ২০২২, ২ years আগে

উখিয়ায় র‌্যাব'র অভিযানে দুই ভূয়া র‌্যাব আটক

কক্সবাজারের উখিয়া উপজেলায় র‍্যাব-১৫ (কক্সবাজার) অভিযান চালিয়ে ২ ভূয়া র‍্যাব আটক করেছে।

আটককৃতরা হল ফয়েজ উদ্দিন (১৯), পিতা-মৃত আবুল কাশেম, মাতা-মোসাঃ নুর জাহান বেগম সাং-মাহামুদ পাড়া (নুর আলম মিস্ত্রীর বাড়ি), ইউপি-রুপসীপাড়া (০৩ নং ওয়ার্ড), থানা- লামা, জেলা- বান্দরবান আর অপরজন হলো মোঃ আল আমিন (৩৩), পিতা- মোঃ আব্দুল জলিল, মাতা- মৃত বিলকিস বেগম, সাং-আলগী, কান্দাপাড়া (মোহাম্মদ আলী মুন্সির বাড়ি), ইউপি-নুরালাপুর এ/পি-আলগী নতুন বাজার (মাইনুদ্দিন এর বাড়ি), মাধবদী পৌরসভা, থানা- মাধবদী, জেলা-নরসিংদী। পলাতক আসামী সুমন মুন্সি (৩০), পিতা- আকবর আলী মুন্সি, মাতা- মমতাজ বেগম, সাং-রাজপাট, ইউপি-রাজপাট (০৫ নং ওয়ার্ড), থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ

০৪ এপ্রিল (সোমবার) উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাজেমপাড়া এলাকায় সকাল ১১.০০ টার দিকে এক অভিযান পরিচালনা করে এ ভূয়া র‍্যাব সদস্যদেরকে আটক করা হয়।

র‍্যাব-১৫ কক্সবাজার গণ মাধ্যমকে নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন দোকানে কতিপয় ব্যক্তি র‌্যাব পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর এক আভিযানিক দল উক্ত স্থানে পৌঁছালে স্থানীয় লোকজনের সহায়তায় দুইজন ব্যক্তিকে (ভুয়া র‌্যাব সদস্য) আটক করতে সক্ষম হয়।

র‍্যাব আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টির সত্যতা স্বীকার করেছে এবং পরবর্তীতে তাদের ভাড়াবাসা তল্লাশি করে চাঁদাবাজিতে ব্যবহৃত ২ টি র‌্যাব জ্যাকেট, ২১০০ টাকা,০১ টি পিস্তলের কভার, ০১ টি রিভলবার সাদৃশ লাইটার, ০১ টি স্টিলের ছোরা ও ০২ টি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ এফ.করিম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news