মিরপুরে অসহায়দের মাঝে মুসলিম এইড’র রমজান ফুড ভাউচার বিতরণ

সরকারি বাঙলা কলেজ প্রতিনিধি

৫ এপ্রিল, ২০২২, ২ years আগে

মিরপুরে অসহায়দের মাঝে মুসলিম এইড’র রমজান ফুড ভাউচার বিতরণ

রাজধানীর মিরপুরে আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড-ইউকে’র সহযোগিতায় হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধদের মাঝে রমজান ফুড ভাউচার বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল ২০২২) সকালে মিরপুর ১২ নম্বর প্রিন্স বাজার কনভেনশন সেন্টারে মিরপুর ও মোহাম্মদপুর অঞ্চলের দরিদ্র, অতিদরিদ্র, প্রতিবন্ধী ও অসহায় ২০০ পরিবারের মাঝে ৩২৬৬ টাকা মূল্যের এ ভাউচার বিতরণ করা হয়। অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন মুসলিম এইড পলিটেকনিক ইন্সটিটিউট, পল্লবী, মীরপুর, ঢাকা।

এ সময় প্রতিটি উপকারভোগী ৩২৬৬ টাকা সমমূল্যের খাদ্য সামগ্রী নিজ পছন্দমত প্রিন্স বাজার শপিং মার্কেট হতে ক্রয় করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ জিয়াউর রহমান।

তিনি বলেন, মুসলিম এইড প্রতি বছর রমজানে অসহায়দের সহযোগিতা করে থাকে। তার ধারাবাহিকতায় এছরও তাদের কার্যক্রম শুরু করেছে। পুরো রমজান মাসব্যাপী তারা এ সহযোগিতা করে যাবে।

মুসলিম এইড পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুসলিম এইড ইউ-কে বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর আব্দুর রহিম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর বেগম মেহেরুন্নেছা হক, মুসলিম এইড পলিটেকনিক ইন্সটিটিউট ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম.এ সহিদ, সহ-সভাপতি আবুল বাশারসহ মুসলিম এইড পলিটেকনিক ইন্সটিটিউটের অন্যন্য কর্মকর্তাবৃন্দ।

পত্রিকা একাত্তর/ হোসাইন ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news