গুরুদাসপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

৩ এপ্রিল, ২০২২, ২ years আগে

গুরুদাসপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান

নাটোরের গুরুদাসপুরে বিভিন্ন ফসলি জমিতে পুকুর খনন ও রাস্তা নষ্ট করে মাটি বহন বন্ধে অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় গত শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে মো. তমাল হোসেন জানান, অভিযোগের প্রেক্ষিতে উপজেলার খুবজিপুর, বিয়াঘাট ও নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘসময় ধরে অভিযান চালানো হয়। এসময় তিনটি জায়গা থেকে পুকুর খননে ব্যবহৃত এক্সেভেটর গাড়ীর ব্যাটারি জব্দ করা হয়েছে । তবে পুকুর মালিক বা এক্সেভেটর গাড়ীর চালককে না পাওয়ায় জেল বা জরিমান করা হয়নি। স্থানীয় প্রসাশন পুকুর খনন চক্রকে প্রতিহত করতে দিনরাত মাঠে কাজ করছেন। অবৈধভাবে পুকুর খনন বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

পত্রিকা একাত্তর/ মোঃ সোহাগ আরেফিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news