গৌরীপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই" দাবীতে গনসমাবেশ

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২ এপ্রিল, ২০২২, ২ years আগে

গৌরীপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই" দাবীতে গনসমাবেশ

"গৌরীপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই"এই স্লোগান কে সামনে রেখে বিভিন্ন অনিয়ম দূর্নীতি,গ্রাহক হয়রানি ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট এর প্রতিবাদে ২ এপ্রিল সকাল ১০:৩০ মিনিটে ঐতিহাসিক হারুন পার্কে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা দীর্ঘদিন যাবত গৌরীপুরে অসহয়নীয় বিদ্যুৎ বিভ্রাট,গায়েবী বিদ্যুৎ বিল সহ গ্রাহক হয়রানির কথা তুলে ধরেন।

জানা গেছে গৌরীপুরে গড়ে প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা লোডশেডিংয়ের কবলে ব্যবসায়ী, শিক্ষার্থী সহ সব ধরনের জনসাধারণ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এসময় উক্ত সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রইছ উদ্দিন রইছ, শ্যামল ঘোষ,বিএনসিসি গৌরীপুর সরকারী কলেজের সাবেক সিইও আল-ইমরান মুক্তা, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মোঃ মোজাম্মেল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিদওয়ানুল হাসান ফাহাদ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থী মাহমুদুল হাসান মাহমুদ, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী

মোস্তাকিম আহমেদ,রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইফতেখার খান প্রতীক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন তাসাদ্দুল করিম, মেহেদি, মিঠুন, রনি, কামরুল হাসান, তানভীর, প্রত্যয় হংস, সোহাগ, সাকিব, শরীফ, আমিনুল প্রমুখ।

পত্রিকা একাত্তর/ মো. হুমায়ুন কবির

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news