সাংবাদিকের নামে মিথ্যা ও হয়রানি মুলক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নড়াইল জেলা প্রতিনিধি

২ এপ্রিল, ২০২২, ২ years আগে

সাংবাদিকের নামে মিথ্যা ও হয়রানি মুলক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নড়াইলে কৃষক লাঞ্চিত করার সংবাদ প্রচার করায় কৃষক আলী আহম্মেদ ও সাংবাদিকের নামে মিথ্যা ও হয়রানি মুলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে জেলা কৃষক লীগ, জেলা মৎস্যজীবী লীগ হিউম্যান রাইটস ডিফেল্ডার্স ফেরাম(এইচ আর ডিএফ) এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য জীবী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু, জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুর রহমান, পৌর যুবলীগের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো, সাধারন সম্পাদক শামীম আতিক মহিদ, কৃষক নেতা খন্দকার শাহেদ আলী শান্ত, লাঞ্চিনার শিকার কৃষক আলী মোহাম্মদ মন্ডল প্রমূখ।

হাসানের দইুগালে জুতা মারো তালে তালে শ্লোগানে বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল দিয়ে এসে মানববন্ধন অংশ নেয় কৃষকেরা। নড়াইল পৌরসভার রুপগঞ্জ বাজারের সার ডিলার, জেলা চেম্বার অব কামার্সের সভাপতি হাসানুজ্জামানের বিচার ও ডিলার বাতিল ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

জেলা মৎস্যজিবী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন,১৯৯৭ সালে হাসানুজ্জামানকে সার চুরির অপরাধে জেলা খাটতে হয়েছিল। তারপরে ও কিভাবে তার সারের ডিলারশীপ থাকে জানতে চাই প্রশাসনের কাছে।

উল্লেখ্য নড়াইলের সাপ্তাহিক ও অনলাইন সংস্করণ “নড়াইলকণ্ঠ ”পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ ৫জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ২৩ মার্চ নড়াইল পৌরসভার বিসিআইসির সার ডিলার মোঃ হাসানুজ্জামান বাদী হয়ে খুলনা বিভাগীয় ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামীরা হলেন লোহাগড়ার কাজী আনিচ, নড়াইল পৌরসভার উজিপুরের কৃষক আলী মোহাম্মদ মন্ডল, কুড়িগ্রামের শাহেদ আলী শান্ত ও নড়াইল গ্রামের বাকিউল আজম।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news