ডোমারে মাদক সেবনের দায়ে গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৩১ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

ডোমারে মাদক সেবনের দায়ে গ্রেপ্তার ৩

নীলফামারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনব্যাপী অভিযানে ডোমারে ৩ জন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ডোমারের বড় রাউতায় নীলফামারী জেলা ডিএনসি'র পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালানো হয়। এতে ৩ জন মাদকসেবীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বড় রাউতা মাদ্রাসাপাড়ার মৃত সৈয়দ আলী'র পুত্র মো. বাবুল (৫০), কলেজপাড়ার শ্রী করুনাকান্তা রায় পুত্র শ্রী বিজয় রায় (২৮), পশ্চিম কলেজপাড়ার মৃত নাছির উদ্দিনের পুত্র ওমর ফারুক রাজা (২৬)।

পরে, ডোমার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জায়িদ ইমরুল মোজাক্কিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত বাবুলকে হেরোইন সেবনের দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, বিজয় রায় ও রাজাকে গাজা সেবন ও সংরক্ষণের দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সকল আলামত আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news