দৌলতখান উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন চরটি পরিমাপ করে ফিলার নির্ধারন

ভোলা জেলা প্রতিনিধি

১ এপ্রিল, ২০২২, ২ years আগে

দৌলতখান উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন চরটি পরিমাপ করে ফিলার নির্ধারন

ভোলা জেলার অন্তর্গত দৌলতখান উপজেলার নিয়ামতপুর ইউনিয়নটি ১৯৫২ সালে মেঘনা নদীর গর্ভে ভেঙ্গে বিলীন হয়ে যায়, পরে ১৯৭০ থেকে ১৯৮৪ সালে আবার জেগে উঠে সেই জাগানো চরটি আবার ভেঙ্গে নদীর গর্ভে চলে যায়, পুনরায় ১৯৯০ সালে আবার চরটি জেগে উঠে,সেই নিয়ামতপুর চরটি এখন পরিপূর্ণ চরের রূপান্তরিত হয়েছে।

চরের পুর্বের রেকর্ডীয় মালিক তারা ১৯৭৮ হইতে ১৯৮৩ সন পর্যন্ত সম্পূর্ণ উত্তলন চর এর খাজনা সরকারী ভাবে পরিশোধ করেন, গত ২৬ মার্চ ২০২২ ভোলা জেলা প্রশাসক এবং দৌলতখান উপজেলা নির্বাহি অফিসার এর নির্দেশ ক্রমে সরকারী ভাবে বরিশাল থেকে সার্ভেয়ার মোঃ মাহাবুবু রহমান ও মো আকাশ এবং দৌলত খান এসিলেন্ট অফিস থেকে সার্ভেয়ার মোঃ নয়ন এর মাধ্যমে চতুর্দিকে নিয়ামতপুর চরটি পরিমাফ করে ফিলার নির্ধারণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর চর এর কমিটির সভাপতি ও ভোলা পৌরসভা সাবেক ৩ নং ওয়ার্ড এর কাউন্সিলর মোঃ ফেরদাউস আহমেদ, কমিটির সাধারণ সম্পাদক ভোলা পৌরসভা ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বশির হাওলাদার, কমিটির ক্যাশিয়ার মোঃ ইউছুফ জিলাদার,এবং ভোলা ও দৌলত খান সহ বিভিন্ন এলাকার মান্যগণ্য ব্যক্তি গন উস্তিত ছিলেন।

পত্রিকা একাত্তর/ নিয়াজ মাহমুদ জয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news