হরিণাকুন্ডুতে ইফার নতুন যোগদানকৃত কেন্দ্র শিক্ষকদের থেকে জোরপুর্বক অর্থ আদায়

উপজেলা প্রতিনিধি, হরিনাকুণ্ডু

১ এপ্রিল, ২০২২, ২ years আগে

হরিণাকুন্ডুতে ইফার নতুন যোগদানকৃত কেন্দ্র শিক্ষকদের থেকে জোরপুর্বক অর্থ আদায়
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

সারা দেশে আলোচিত ইসলামীক ফাউন্ডেশনের অর্থ আত্তসাৎ এর রেশ কাটতে না কাটতে আবারো ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কিস্তিতে টাকা আদায় করার অভিযোগ উঠছে ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার লুৎফর রহমানের বিরুদ্ধে। তবে তিনি নিয়েছেন ভিন্ন কৌশলে। সদ্য নিয়োগপ্রাপ্ত সতেরো জন শিক্ষক/শিক্ষিকাদের নিকট থেকে প্রায় অর্ধ লক্ষ টাকা আত্তসাৎ করেছেন বলে অবিযোগ উঠেছে।

টাকার ব্যাপারে কাউকে জানালে চাকরি থাকবে না বলে ভুমকি দিয়ে মাও: আব্দুর রাজ্জাক নামের শিক্ষক এর নিকট থেকে বেতন পেলেই ২৫০০শত টাকা অফিস ফার্ণিচার খরচ বাবদ দিতে হবে শর্তে নিরুপায় হয়ে তিনি দেন ১৫০০(পনেরো)শত টাকা।বাকি টাকা দিতে হবে কিস্তিতে কিস্তিতে।

উপজেলার কেষ্টপুর পশ্চিমপাড়া জামে মসজিদের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওঃ তরিকুল ইসলামে নিকট থেকেও নেওয়া হয়েছে একই অঙ্কেও টাকা।

রামচন্দ্রপুর স্কুলপাড়া মক্তবের শিক্ষিকা মনির জান্নাতের নিকট থেকে নিয়েছেন ১০০০টাকা,শিতলী মোল্লাপাড়া মসজিদ মক্তবের শিক্ষিকা সালমার নিকট থেকে নিয়েছেন ২০০০টাকা,মন্ডলতোলা দা:আ:এর: মাদ্রাসার শিক্ষিকা নুর জাহান এর নিকট থেকে নিয়েছেন ১৫০০শত টাকা,চটকাবাড়ীয়,ঈদগাপাড়া মক্তবের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস সুমাইয়ার নিকট থেকে নিয়েছেন দুই হাজার টাকা,ডাক্তারবাড়ী জামে মসজিদের শিক্ষক সুলতান আলীর নিকট থেকে পনেরা শতটাকা,ভাইনা মিয়া পাড়া জামে মসজিদের শিক্ষক মিজানুর রহমানের কাছে পাঁচ হাজার টাকা দ্বাবী করলে তিনি দুইকিস্ততে পনেরোশত টাকা দিয়েছেন,বাকি ৩৫০০শত টাকা দিতে হবে কিস্তিতে কিস্তিতে,তৈলটুপি খালপাড়া জামে মসজিদের শিক্ষকের থেকে নিয়েছেন,পনেরোশত টাকা।

এছাড়াও শিতলী পাড়া জামে মসজিদের শিক্ষক আব্দুল আলিম,চিথলিয়াপাড়া জামে মসজিদের শিক্ষক মাহদী হাসান,উপজেলা পরিষদ জামে মসজিদেও শিক্ষক সজিব আলী,মাঠ আন্দলিয়া পূর্বপাড়া মক্তবের শিক্ষিকা জুলেখা,পায়রাডাঙ্গা জামে মসজিদের শিক্ষক রেজাউলসহ অনেকের নিকট থেকে একই অঙ্কের টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার লুৎফর রহমানের বিরুদ্ধে।

তবে তিনি সকল শিক্ষক শিক্ষিকাদের নিকট থেকে অফিস ফার্ণিচার বাবদ ও সদ্য চাকরি পাওয়া বাবদ মিষ্ঠিক্ষেতে চেয়েছেন বলে জানিয়েছেন তিনি। তাছাড়া তিনি ঐ টাকা থেকে অফিসের টেবিল ও চেয়ার কিনেছেন বলে আমাদের দেখান।

এছাড়াও ফিল্ড সুপারভাইজার জসাব লুৎফর রহমান মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে পৌরসভার সকল শিক্ষক/শিক্ষিকাদেও নিকট থেকে দুইশত টাকা করে চাঁদা নিয়েছেন বলেও জানিয়েছেন শিক্ষক/শিক্ষিকারা।

উপজেলার পারদখলপুর জামে মসজিদের শিক্ষক তুহিন আলীসহ কয়েকজন শিক্ষক/শিক্ষকা টাকা দেবেন না জানালে তাদের বই কোরআন ও ভর্তিশীট আটকে রেখেছেন ফিল্ড সুপারভাইজার লুৎফর রহমান বলেও অভিযোগের করেছেন একাধীক শিক্ষক/শিক্ষিকা।

এ ব্যাপারে হরিণাকুন্ডু ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামীক ফাউন্ডেশনের শিক্ষক তৈয়বুর রহমান জানান,ঘটনার সত্যতার ব্যাপারে অনেক শিক্ষক/শিক্ষিকারা বলাবলী করছেন বলে শুনেছি বলে আপতি এমসি আল-আমিন ও শিক্ষক আব্দুর রাজ্জাক,সুলতান আলীর নিকট জানতে পারেন বলে জানিয়েছেন।

শিক্ষক সমিতির সভাপতি চন্দন মৈশেদ জানান,বর্তমান ফিল্ড সুপারভাইজার যে কাজ করেছেন তা নিন্দানীয় এর সুষ্ঠ তদন্ত করে সকল শিক্ষকদের টাকা ফেরৎ চাই ।

এব্যাপারে ইসলামীক ফাউন্ডেশনের জেলা উপ-পরিচালক জনাব আব্দুল হামিদ খান জানান,এব্যাপারে লিখিত অভিযোগ আসলে আইনানুগ ব্যাবস্তা নেওয়া হবে।

নাম না প্রকাশের শর্তে ইফার ফিল্ড সুপারভাইজার মোবাইলে জানান,লুৎফর রহমান পূর্বেও এমন ঘটনা ঘটিয়ে একাধিকবার আলোচিত হয়েছেন তার চাকরি সরকারী গেজেটে বলে কোন সমস্যা হবে না ভেবে তিনি একের পর এক এমন কান্ড ঘটিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

পত্রিকা একাত্তর/ মাহফুজুর রহমান উদয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news