কক্সবাজারে উন্নয়নশীল দেশে উত্তরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রতিনিধি

১ এপ্রিল, ২০২২, ২ years আগে

কক্সবাজারে উন্নয়নশীল দেশে উত্তরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

প্রধানমন্ত্রীর অধিদপ্তরের উদ্যোগে ও কক্সবাজার জেলা প্রশাসনের বাস্তবায়নে "উন্নয়নের নতুন জোয়ার,বদলে যাওয়া কক্সবাজার" এ শ্লোগানকে ধারণ করে বিশ্বের সাগর কন্যা খ্যাত পর্যটন নগরী কক্সবাজারকে নিয়ে সরকার যে উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে সে সফলতার বাস্তব চিত্র তুলে ধরতে কক্সবাজারে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩১ মার্চ (বৃহস্পতিবার) কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্টে সন্ধ্যা ৭ টায় জমকালো এ অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর মূখ্যসচিব ড. আহমদ কায়কাউস'র সঞ্চালনায় এবং অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল'র সভাপতিত্বে অনুষ্ঠিত সৈকতের এ অনুষ্ঠানে অথিতি হিসাবে উপস্হিত ছিলেন ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের কয়েকজন উদ্ধতন কর্মকর্তা,জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ হাজার হাজার জনতা।

এ অনুষ্ঠানে আয়োজক কমিটি কক্সবাজারে সরকারের চলমান বিভিন্ন উন্নয়নের উপর চারটি স্টল স্হাপনের ব্যবস্হা রাখেন।স্টলগুলোতে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রাম, ঘুরে দাঁড়ানো বাংলাদেশের ইতিহাস, উন্নয়নশীল দেশে উত্তরণ, ও বদলে যাওয়া কক্সবাজারের প্রামাণ্য উন্নয়ন চিত্র তুলে ধরা হয়।

উল্লেখ্য যে,কক্সবাজারের উন্নয়নে সরকারের নেওয়া ছোট-বড় ৭৭টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এসব প্রকল্পে ব্যয় হচ্ছে ১ লাখ কোটি টাকারও বেশি। এ সব উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে আন্তর্জাতিক বিমান বন্দরের সাগর ছোঁয়া রানওয়ে,গুমধুম পর্যন্ত রেলপথ, সড়কপথ, গভীর সমুদ্র বন্দর স্হাপন,বিদ্যুৎ প্রকল্প, বিশেষ পর্যটন কেন্দ্র স্হাপনসহ অনেক মেগা প্রকল্প।

পত্রিকা একাত্তর/ এফ.করিম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news