আদিবাসী রিপনকে আশিক হত‍্যা মামলার আসামী ও হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

৩১ মার্চ, ২০২২, ২ years আগে

আদিবাসী রিপনকে আশিক হত‍্যা মামলার আসামী ও হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন

৩১মার্চ বৃহসপতিবার দিনাজপুর কালিতলাস্থ প্রেস ক্লাবের সামনে দিনাজপুর সদর উপজেলার ১নংচেহেলগাজী ইউনিয়নের বাসিন্দা আদিবাসী রিপনকে বিনা অপরাধে আব্দুর রশিদ হত‍্যা মামলার আসামী করে হয়রানি করার প্রতিবাদে উক্ত ইউনিয়ের শেখহাটি এলাকার আদিবাসী গোষ্ঠি এক মানব বন্ধন কর্মসূচি পালন করে।

উল্লেখ‍্য যে গত ১০মার্চ ১নং চেহেলগাজী ইউনিয়নের রানিগঞ্জ এলাকার মোঃ আশিক রহমান,মোঃ রাশেদ ইসলাম ও উজ্জ্বল রায় মিলে শত্রুতার জের ধরে আব্দুর রশিদকে গুরুতর জখম করে পালিয়ে যায়।পরেরদিন ১১মার্চ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক‍্যাল কলেজ হাসপাতালে বড়ইল মোল্লা পাড়া এলাকার মোঃ মুসলিম আলীর ছেলে মোঃ আব্দুর রশিদ মারা যায়।

উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতের পিতা বাদি হয়ে দিনাজপুর কোতয়ালি থানায় একটি হত‍্যা মামলা দায়ের করেন।কিন্তু বাদী,স্থানীয় এলাকাবাসী ও বাদির বড়ছেলে এবং আটককৃত প্রধান আসামীর দেয়া তথ‍্য অনুযায়ী রিপনের মা সাবিনা বলেন উক্ত ঘটনার সাথে রিপন ছিল না এমনকি প্রধান আসামী তাকে চেনেও না বলে উল্লেখ করেন। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর কোতয়ালি থানার এস আই মোঃ সাইদুল ইসলাম স্থানীয় কারো প্ররোচনায় বিনা অপরাধে আমার ছেলেকে এই হত‍্যা মামলার আসামী করে হয়রানি করছে। আমরা সাধারন আদিবাসী গোষ্ঠি।কেউ অন‍্যায় করলে তার শাস্তি হবে এটাই স্বাভাবিক। কিন্তু বিনা অপরাধে কাউকে আসামী করে তার জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নাই। মানুষ বিপদে পরলে সর্বপ্রথম পুলিশের শরনাপর্ন হয়। অথচ এই পুলিশের দ্বারাই যদি কোন নিরাপরাধ ব‍্যক্তি মামলার আসামী হয় তাহলে আমরা কার কাছে যাবো।এই বলে রিপনের মা আর্তনাদ করতে থাকে। তাই আদিবাসি রিপনের মা সাবিনাসহ স্থানীয় এলাকাবাসী এই হত‍্যা মামলার সুষ্ঠ তদন্ত করে রিপনকে হত‍্যা মামলা থেকে অব‍্যাহতি প্রদানে প্রয়োজনীয় ব‍্যবস্থাগ্রহনে প্রশাসনের উধর্বতন কর্তপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

পত্রিকা একাত্তর/ মোঃ আরমান হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news