রাজশাহীতে সহিংস উগ্রবাদ ও মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৩১ মার্চ, ২০২২, ২ years আগে

রাজশাহীতে সহিংস উগ্রবাদ ও মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও মানব কল্যাণ পরিষদের আয়োজনে এবং দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় “সহিংস উগ্রবাদ ও মাদক প্রতিরোধে যুব সামাজের করণীয়” শীর্ষক কর্মশালা আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়।

কর্মশালায় করোনাকালীন পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক, মানবিক সহায়তা, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং সাইবার ক্রাইম রোধকল্পে অনন্য ভূমিকা রাখায় পুলিশ কমিশনার মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেছে এশিয়া ফাউন্ডেশন ও মানব কল্যাণ পরিষদ।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মজিদ আলী, বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন), আরএমপি, রাজশাহী, প্রফেসর মহা. হবিবুর রহমান, সাবেক অধ্যক্ষ, রাজশাহী কলেজ, প্রফেসর আব্দুল খালেক, অধ্যক্ষ, রাজশাহী কলেজ, প্রফেসর ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সাদাত সদরুদ্দিন শিবলী, প্রোগ্রাম ডিরেক্টর, দি এশিয়া ফাউন্ডেশন।

এছাড়াও উপস্থিত ছিলেন আরএমপি’র উর্দ্ধতন কর্মকর্তাগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পত্রিকা একাত্তর/ মাসুদ আলী পুলক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news