বটিয়াঘাটায় জমি ক্রয় করে হয়রানির শিকার সাবেক বিডিআর সদস্যসহ তার পরিবার

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

৩০ মার্চ, ২০২২, ২ years আগে

বটিয়াঘাটায় জমি ক্রয় করে হয়রানির শিকার সাবেক বিডিআর সদস্যসহ তার পরিবার

বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নের রায়পুর গ্রামের কাজী মুফতি মাহমুদ জুয়েল সুরখালী এলাকার এস এম সিদ্দিকুর রহমানের নিকট থেকে একটি জমি বায়না সূত্রে ক্রয় করে হয়রানির শিকার হচ্ছেন এক বিডিআর সদস্য ও তার পরিবার বলে অভিযোগ পাওয়া গেছে। বিডিআর সদস্য বলেন,আমার ছেলে সুরখালী এলাকার সু চতুর প্রতারক সিদ্দিকুর রহমানের কাছ থেকে ৫০ শতক জমি ক্রয় করে।

আমাদের কাছে উক্ত জমি বিক্রির পর এস এম সিদ্দিকুর ওরফে সিদ্দিক সরদার ঐ জমি পুনরায় টাকিমারি গ্রামের নিরঞ্জন মন্ডল এর নিকট বিক্রি করে বলে জানা যায়। আমি জমিতে চাষাবাদ করে আসছি বর্তমানে ভেড়ী বাদ দিতে গেলে নিরঞ্জন মন্ডল কর্তৃক বিভিন্ন সময় হয়রানি হতে হচ্ছে আমাদের। পুলিশসহ বিভিন্ন দপ্তরে ভুল তত্ত্ব দ্বারা নিরঞ্জন মন্ডল আমাদের নানাভাবে হয়রানি করে চলেছেন।

টাকিমারি গ্রামের নিরঞ্জন মন্ডল বলেন,সিদ্দিকুর রহমানের কাছ থেকে আমি উক্ত জমি কিনি। কিন্তু জমিতে দখল দিতে গেলে দেখি ঐ জমি সিদ্দিকুর রহমানের নিকট থেকে সাবেক বিডিআর সদস্য কাজী কুদরত উল্লাহ এর ছেলে জমিটি ক্রয় করেন। তিনি আরো বলেন,ঐ জমি কিনে আমি প্রতারণার শিকার হয়েছি।

সুরখালী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ইতোপূর্বে এক জমি একাধিক ব‍্যাক্তির নিকট বিক্রি করার অভিযোগ রয়েছে। প্রতারক সিদ্দিকুর রহমান বতর্মান এলাকা থেকে ঢাকায় পালিয়ে গেছে।

এ বিষয় সিদ্দিকুর রহমানের সাথে তার মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news