নড়াইল প্রেসক্লাবের আয়োজনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান

নড়াইল জেলা প্রতিনিধি

২৯ মার্চ, ২০২২, ২ years আগে

নড়াইল প্রেসক্লাবের আয়োজনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। নড়াইল প্রেসক্লাব চত্বরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান। নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু।

বিশেষ অতিথি ছিলেন-নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান,বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী. সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু ও প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদ রহমান।

আলোচনা সভা শেষে সন্ধ্যায় নড়াইল প্রেসক্লাব সদস্য, তাদের স্ত্রী ও সন্তানরা দেশাত্মবোধক ছড়া, কবিতা আবৃত্তি, অভিনয় এবং গান পরিবেশন করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করেন নড়াইলের কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলামসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

পত্রিকা একাত্তর / হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news