কলেজ শিক্ষকের বিরুদ্ধে রুচুহীন বানোয়াট তথ্য প্রচারের বিষয়ে সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, হরিনাকুণ্ডু

২৯ মার্চ, ২০২২, ২ years আগে

কলেজ শিক্ষকের বিরুদ্ধে রুচুহীন বানোয়াট তথ্য প্রচারের বিষয়ে সংবাদ সম্মেলন

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা সদরের সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের গ্রন্থগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের প্রভাষক আনিচুর রহমানের নামে গত ৭ মার্চ ২০২২ ইং তারিখে Voice of Jhenaidah নামক একটি আইডি থেকে অসত্য বনোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রচার করা হয়েছে। এ বনোয়াট তথ্য প্রচারের বিরুদ্ধে ভূক্তভূ্গী শিক্ষক গতকাল দুপুরে হরিনাকুন্ডুতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনিসুর রহমান বলেন, তার ব্যক্তিগত, পারিবারিক সামাজিক এবং প্রাতিষ্ঠানিক ভাব মর্যদা ক্ষুন্ন করবার অসৎ উদ্দেশ্যে একটি স্বর্থন্বেষী মহল এমন বানোয়াট অসত্য তথ্য প্রচার করছে। গত ৭ এপ্রিল ২০২২ ইং তারিখে Voice of Jhenaidah নামক পেজটি ওপেন করা হয় এবং এই দিনই উপরিউক্ত অসত্য তথ্য সংযুক্ত কাহিনীটি প্রচার করেই পূনরায় পেজটি বন্ধ করে দেওয়া হয়। এতেই প্রমানিত হয় বেনামী ফেক পেজ থেকে অসত্য তথ্য প্রচার করে তার ভাবমূর্তি ক্ষুন্ন করবার হীন প্রয়াস। তারপরও তথ্যটি অবহিত হওয়ার পরপরই হরিনাকুন্ডু থানায় সাধারণ ডায়েরী ভুক্ত করা হয়, হরিনাকুন্ডু থানার জিডি নং- ২৩৭৮ এবং তারিখ ০৮/০৩/২২। সংবাদ সম্মেলন ভবিষ্যতে এজাতীয় কল্প কাহিনী সম্বলিত তথ্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়। অন্যথায় আইসিটি আইনে মামলা মোকদ্দমা করা হবে বলে অভিমত ব্যক্ত করা হয়।

পত্রিকা একাত্তর / মাহফুজুর রহমান উদয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news