ডোমারে গণ-টিকা প্রদান কার্যক্রমের শুরু

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৮ মার্চ, ২০২২, ২ years আগে

ডোমারে গণ-টিকা প্রদান কার্যক্রমের শুরু

করোনাভাইরাস প্রতিরোধে নীলফামারীর ডোমারে ‘একদিনে এক কোটি’ টিকাদান কার্যক্রমের আওতায় গণ-টিকার দ্বিতীয় ও বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।

সোমবার (২৮শে মার্চ) দিনব্যাপী উপজেলার ১০ ইউনিয়নের ৩৪টি স্থায়ী ও অস্থায়ী ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী’র সার্বিক ব্যবস্থাপনায় গণ-টিকার দ্বিতীয় ও বুস্টার ডোজ প্রদান কার্যক্রমের পরিচালনা করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী জানান, ডোমারের মোট জনগণের শতভাগ মানুষকে টিকার আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। ইতোমধ্যে ৯০ ভাগের বেশি মানুষকে টিকার আওতায় আনতে পেরেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। করোনা সংক্রমণ প্রতিরোধ, চিকিৎসা প্রদান ও টিকাদান কার্যক্রমে সকল স্তরের স্বাস্থ্যকর্মীরা অনবদ্য ভূমিকা পালন করায় তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

উল্লেখ্য, ডোমার পৌরসভার ডোমার বাজার বাটার মোড়ে ও ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটি বাজারে দুটি স্থায়ী টিকাদান মঞ্চ স্থাপন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ‘একদিনে এক কোটি’ টিকাদান কার্যক্রমের আওতায় গত ২৬শে ফেব্রুয়ারী গণটিকা নেন ডোমারের ৩৫ হাজার মানুষ। আগামী ৩০শে মার্চ অব্ধি গণটিকা কার্যক্রম পরিচালনা করা হবে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news