উখিয়ায় র‍্যাবের অভিযানে দেড় লাখ ইয়াবাসহ আটক - ১

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রতিনিধি

২৭ মার্চ, ২০২২, ২ years আগে

উখিয়ায় র‍্যাবের অভিযানে দেড় লাখ ইয়াবাসহ আটক - ১

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজার এলাকায় র‌্যাব-১৫ (কক্সবাজার) এক অভিযান পরিচালনা করে এক লক্ষ পঞ্চাশ হাজার ইয়াবাসহ একজন ইয়াবাকারবারীকে আটক করতে সক্ষম হয়েছে।

২৭ মার্চ (রবিবার) দুপুর ১টার দিকে র‌্যাব-১৫ এর এক আভিযানিক দল উপজেলার পালংখালী ইউনুয়নের বালুখালী পানবাজার এর দক্ষিণ পার্শ্বে FRIENDSHIP HOSPITAL এর সামনে কক্সবাজার-টেকনাফ সড়কের পশ্চিম পার্শ্বে এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব-১৫ (কক্সবাজার) গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য বালুখালিতে অবস্থান করছে মর্মে জানতে পেরে র‌্যাব-১৫ এর চৌকস একটি আভিযানিক দল আনুমানিক দুপুর ১.০০ টার দিকে উল্লেখিত স্থানে অভিযানে গেলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে এক ব্যক্তি ০১টি প্লাস্টিকের বস্তা কাঁধ থেকে ফেলে দিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে মোঃ শাহজাহান (৩১), পিতা-মৃত আশরাফ মিয়া, মাতা-নুরজাহান বেগম, সাং-উত্তর রহমতের বিল, ০৩নং ওয়ার্ড, ইউপি-পালংখালী, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার’কে ধৃত করে।

ধৃত ব্যক্তিকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তার হেফাজতে থাকা বস্তায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রয়েছে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত ব্যক্তির হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাব আরো বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। একজন ইয়াবাকারবারীকে আটক করতে সক্ষম হয়েছে।

পত্রিকা একাত্তর/ এফ.করিম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news