জীবননগরের আন্দুলবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২৭ মার্চ, ২০২২, ২ years আগে

জীবননগরের আন্দুলবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

চুয়াডাঙ্গার জীবননগরে বিশেষ অভিযান পরিচালনা করে ১৯৪ বোতল ফেন্সিডিলসহ মফিুজল ইসলাম (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২৬শে মার্চ) রাতে উপজেলার আন্দুলবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মফিজুল ইসলাম চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন যদুপুর গ্রামের ফকির মোহাম্মদের ছেলে। রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের মাধ্যমে শনিবার রাত ১০টা ১৫ মিনিটের সময় র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, চুয়াডাঙ্গার জীবননগর থানাধীন আন্দুলবাড়িয়া গ্রামে কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। আভিযানিক দলটি উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আন্দুলবাড়িয়া গ্রামস্থ ছাবের আলীর চায়ের দোকানে সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে মফিজুল ইসলামকে গ্রেফতার করে তার হেফাজত হতে ১৯৪ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ও ২টি সিমকার্ড উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামি মফিজুল ইসলামকে জীবননগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ মোঃ তারিকুর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news