উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২৭ মার্চ, ২০২২, ২ years আগে

উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যেদিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

সকাল ৬ টায় পৌর শহরের থানা মোর চত্বরের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে সিরাজগঞ্জ-৪, উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে শহীদের শ্রদ্ধা জানিয়ে সকল অনুষ্ঠানের শুভ সুচনা করেন। এ সময় তার সহধর্মীনি মাহিন ইমাম উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, উল্লাপাড়া প্রেসক্লাবসহ পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দু শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক প্রদান করেন।

এ সময় জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার, উল্লাপাড়া প্রেস ক্লাবের আহবায়ক আলহাজ্ব আব্দুল বাতেন হিরু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল পৌর আওয়ামীলীগের সভাপতি এস. এম. আমিরুল ইসলাম আরজু সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দু শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সরকারি আকবর আলী কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানে সকল শহীদদের উদ্দেশ্যে ১ মিনিট নিরবতা পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন এর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন করেন উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী শফিকুল ইসলাম শফি। এ সময় প্রধান অতিথিবিন্দু বেলুন ও পায়রা উড়িয়ে সকল অনুষ্ঠানের উদ্বোধন করেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও রূপরেখা তুলে ধরে পুলিশ, আনসার ভিডিপি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের শিশু-কিশোরদের অংশ গ্রহনে মার্চপাস্ট, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এ সময় মঞ্চে সালাম গ্রহন করেন অতিথিবিন্দু। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কাহিনী ও সংলাপে নির্মিত ডিসপ্লে প্রদর্শণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল ক্রীড়া অনুষ্ঠান, সকলের সমম্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ।

পত্রিকা একাত্তর/ মোঃ শাহাদত হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news