ডোমারে ‘মহান স্বাধীনতা দিবস’ পালিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৭ মার্চ, ২০২২, ২ years আগে

ডোমারে ‘মহান স্বাধীনতা দিবস’ পালিত

স্বাধীনতার ৫১ বছর পূর্তিতে নীলফামারীর ডোমারে ‘মহান স্বাধীনতা দিবস–২০২২’ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের স্মরণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

শনিবার (২৬শে মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

ডোমার থানা পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, স্কাউটস, গার্লস গাইড, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সদস্যরা কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন। অভিবাদন জানিয়ে মাঠ ত্যাগ করেন তারা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় অনুষ্ঠিত হয় প্রদর্শনী অনুষ্ঠান। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমীর উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news