বৃহস্পতিবার বিকেলে ওই ইউনিয়নের আরাজী পোস্তমপুর গ্রামে গেলে এমনি দৃশ্য দেখা যায় । সেসময় নারী-পুরুষরা দল বেঁধে নব-নির্বাচিত সোহাগ চেয়ারম্যানকে এক নজর দেখার ও কুশল বিনিময় করতে ছুটে আসছেন। চেয়ারম্যানও প্রত্যেকের সাথে কুশল বিনিময় করছেন এবং তাদের নানা সমস্যা ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখছেন।

কুশল বিনিময় করতে আসা হাজেরা নামে সত্তোর্ধ নারী জানান, "চেয়ারম্যান বেটাডা খুব ভালো মানুষ, মুই যতোবারে ওরঠে সাহায্যের তানে গেইছু ততোবারে মোক সাহায্য করিছে। এখোবারো মুই খালি হাতে আসুনি, ফের মোক বয়স্ক ভাতারও কার্ড করে দিছে, বারবার হামরা ওকে চেয়ারম্যান করিমো"।

ওই ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য আব্দুল হক বলেন, চেয়ারম্যান সোহাগ সবসময়ই ইউনিয়নবাসির সুখ-দূঃখে পাশে ছিলো আবারও তাকে তারা ভোটের মাধ্যমে জয়যুক্ত করেছে।

নব-নির্বাচিত চেয়ারম্যান সোহাগ বলেন, গত পাঁচবছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন ও জনগণের সেবা দিতে কোনো গাফিলতি করিনি, সাধ্যমতো সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি, আগামী পাঁচ বছরও যাতে এলাকার উন্নয়ন করতে পারি এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

">

পছন্দের চেয়ারম্যানকে পেয়ে আনন্দে ভাসছেন সমর্থকেরা

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

পছন্দের চেয়ারম্যানকে পেয়ে আনন্দে ভাসছেন সমর্থকেরা

গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ১১ নং মোহাম্মদপুর ইউনিয়নে পরপর ২য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সোহাগ হোসেন।

পছন্দের প্রার্থীকে ২য় বারের মত চেয়ারম্যান হিসেবে পেয়ে আনন্দে ভাসছে সেই ইউনিয়নের বাসিন্দারা। নির্বাচন পরবর্তী সময়ে ওয়ার্ড পরিদর্শনে গেলেই বিভিন্ন বয়সী নারী-পুরুষেরা ফুলের মালা গলায় পড়িয়ে দ বরণ করে নিচ্ছেন নবনির্বাচিত চেয়ারম্যানকে, অনেকে আবার উপহার সামগ্রীও তুলে দিচ্ছেন প্রিয় জনপ্রতিনিধির হাতে।

বৃহস্পতিবার বিকেলে ওই ইউনিয়নের আরাজী পোস্তমপুর গ্রামে গেলে এমনি দৃশ্য দেখা যায় । সেসময় নারী-পুরুষরা দল বেঁধে নব-নির্বাচিত সোহাগ চেয়ারম্যানকে এক নজর দেখার ও কুশল বিনিময় করতে ছুটে আসছেন। চেয়ারম্যানও প্রত্যেকের সাথে কুশল বিনিময় করছেন এবং তাদের নানা সমস্যা ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখছেন।

কুশল বিনিময় করতে আসা হাজেরা নামে সত্তোর্ধ নারী জানান, "চেয়ারম্যান বেটাডা খুব ভালো মানুষ, মুই যতোবারে ওরঠে সাহায্যের তানে গেইছু ততোবারে মোক সাহায্য করিছে। এখোবারো মুই খালি হাতে আসুনি, ফের মোক বয়স্ক ভাতারও কার্ড করে দিছে, বারবার হামরা ওকে চেয়ারম্যান করিমো"।

ওই ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য আব্দুল হক বলেন, চেয়ারম্যান সোহাগ সবসময়ই ইউনিয়নবাসির সুখ-দূঃখে পাশে ছিলো আবারও তাকে তারা ভোটের মাধ্যমে জয়যুক্ত করেছে।

নব-নির্বাচিত চেয়ারম্যান সোহাগ বলেন, গত পাঁচবছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন ও জনগণের সেবা দিতে কোনো গাফিলতি করিনি, সাধ্যমতো সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি, আগামী পাঁচ বছরও যাতে এলাকার উন্নয়ন করতে পারি এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news