নড়াইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২৬ মার্চ, ২০২২, ২ years আগে

নড়াইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৬.০১ মিনিটে শহরের জেলা শিল্পকলা একাডেমী চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে শহীদ ও বীর যোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তাগণ। এছাড়া জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধারা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা পুস্পস্তবক অর্পণ করেন।

এছাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।পরে জেলা জজ কোর্ট সংলগ্ন ৭১ এর বধ্যভূমিতে সকল মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনার্থে মোনাজাত ও পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ চেতনা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে এবং পুরাতন টার্মিনালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। পানি উন্নয়ন বোর্ডের অফিস চত্বরে গণকবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করা হয়।

এরপর সকাল ৮টায় জেলা শহরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এখানে পায়রা ও বেলুন ওড়ান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা ও দায়রা জজ মুন্সী মো: মশিয়ার রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, বীর মুক্তিযোদ্ধা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। পরে বর্ণাঢ্য কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এরপর ষ্টেডিয়ামে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শণ করে।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news