দৌলতখানে উত্তর জয়নগর ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভোলা জেলা প্রতিনিধি

২৬ মার্চ, ২০২২, ২ years আগে

দৌলতখানে উত্তর জয়নগর ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভোলা দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) উপ শহর বাংলাবাজা হালিমা খাতুন কলেজ মাঠে সন্ধ্যা ৭ ঘটিকায় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়।

উত্তর জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক ও দৌলতখান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিদ্দিক মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য ও দৌলতখান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আলী আজম মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মুকুল এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে সাত কোটি বাঙালি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তার একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু কিছু বিপথগামী সেনাস সেনা সদস্যের হাতে হাজার ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। সেদিন বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতির স্বপ্নকে হত্যা করা হয়েছিল। মহান রাব্বুল আলআমিনের ইশারায় তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বেঁচে গিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। বিশ্ব মানবতার মা জননী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নের নিরলস কাজ করছেন।

আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার চাচা তোফায়েল আহমেদের আদর্শ ও অনুপ্রেরণায় রাজনীতিতে এসেছি। এবং বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে শেখ হাসিনার নির্দেশে দৌলতখান ও বোরহানউদ্দিন জনগণের সেবক হিসেবে কাজ করছি। মহামারী করোনা দুর্যোগকালীন সময়ে খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। রাজনীতিতে প্রতিযোগিতা ও মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু যারা রাজনৈতিক শিষ্টাচার মানে না, সম্মানী ব্যক্তিকে অসম্মানিত করে কথা বলে জনগণকে সাথে নিয়ে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক, আনোয়ার হোসেন জাহাঙ্গীর, দৌলতখান পৌরসভা মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট গোলাম মোর্শেদ কিরন তালুকদার, সাফিজল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হামিদুর রহমান টিপু। অনুষ্ঠান পরিচালনা করেন মো. ফরমুজল হক মাষ্টার।

ত্রি-বার্ষিক সম্মেলন এর প্রথম অধিবেশন শেষে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ডেলিকেটের সমর্থনে আগামী ৩ বছর মেয়াদে উত্তর জয়নগর আওয়ামী লীগ সভাপতি ইয়াসিন লিটন, সিনিয়র সহ-সভাপতি বশির সর্দার ও ফরহাদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

পত্রিকা একাত্তর/নিয়াজ মাহমুদ জয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news