সুনামগঞ্জ জেলায় পিপলস পার্টির কর্মীসভা

সুনামগন্জ জেলা প্রতিনিধি

২৪ মার্চ, ২০২২, ২ years আগে

সুনামগঞ্জ জেলায় পিপলস পার্টির কর্মীসভা

মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মীয় মূল্যবোধ, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ক্ষুধামুক্ত, দুর্নীতিরমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর বেলা ২ ঘটিকার সময় সুনামগঞ্জ শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে বাংলাদেশ পিপলস পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলার বিপিপি সভাপতি মো. আব্দুল কাদের ও সঞ্চালনা করেন সুনামগঞ্জ জেলার বিপিপি এর সিনিয়র সভাপতি মো. শফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আব্দুল কাদের।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপলস পার্টির কো- চেয়ারম্যান পারভিন নাসের খান ভাসানী, পিপলস পার্টির কো- চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান ( রনো), পিপলস পার্টির নির্বাহী সভাপতি একে এম জগলুল হায়দার আফ্রিক, গণফোরাম প্রেসিয়াম মেম্বার আনসার খান, বিপিপি প্রেসিডেন্ট মেম্বার মো. আবু তালেব সরদার, বিপিপি প্রেসিডেন্ট মেম্বার মো. আতিকুর রহমান, বিপিপি প্রেসিডেন্ট মেম্বার তাসলিমা নাজনিন, বিপিপি প্রেসিডেন্ট মেম্বার আব্দুস সালাম, বিপিপি প্রেসিডেন্ট মেম্বার গোলাম মুস্তফা, বিপিপি রানী শেখ। উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

নেতাকর্মীরা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় বাংলাদেশর মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে। সাধার মানুষের বলেছিল ১০ টাকা কেজি চাউল খাবে কিন্তু আজ ভয়াবহ চিত্র। সরকারের কিছু এমপি মন্ত্রীরা বলেন কিছু দিন পরে নাকি ভিক্ষুক পাওয়া যাবে না যদিও মাঝেমধ্যে পাওয়া যায় তাদের যাদুঘরে রাখার ব্যবস্থা করবে। কিন্তু ঢাকা সহ সুনামগঞ্জ জেলার অলিতে-গলিতে শত শত মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, পুষ্টি হীনতায় ভুগছে দেশের সিংহ ভাগ মানুষ। নিম্ন আয়ের মানুষেরা বিপাকে। চাল, ডাল ও তেলর মূল্য বর্তমান বাজার যেন আগুনের চেয়ে ভয়াবহ।

দেশের জনগণের টেক্স- ভ্যাটের টাকা বিদেশে বেগম পাড়ায় বাড়ি - ঘর কারা করছে দেশের মানুষের কাছে স্পষ্ট। আমরা চাই দুর্নীতি মুক্ত গণতান্ত্রিক ব্যবস্থা।

পত্রিকা একাত্তর/ শাহীন মিয়া

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news