শতভাগ হেলমেট পরাতে ব্যতিক্রম উদ্যোগ ঠাকুরগাঁও জেলা পুলিশের

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

২৪ মার্চ, ২০২২, ২ years আগে

শতভাগ হেলমেট পরাতে ব্যতিক্রম উদ্যোগ ঠাকুরগাঁও জেলা পুলিশের

মোটরসাইকেল চালকদের শতভাগ হেলমেট পরাতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও জেলা পুলিশ। হেলমেট পরা মোটরসাইকেল চালকদের রজনীগন্ধা দিয়ে স্বাগত জানানো হচ্ছে।

দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে সম্প্রতি ঠাকুরগাঁওয়ে বেশকিছ সড়ক দূর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে, নিহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই মাথায় হেলমেট পরিহিত ছিলেন না বলে জানা গেছে।

বুধবার (২৩ মার্চ) বিকাল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার সত্যপীড় ব্রিজ এলাকায় চেকপোষ্ট বসায় ঠাকুরগাঁও জেলা পুলিশ।

হেলমেট বিহিন চালকদের আইনের আওতায় আনা হয় । এসময় হেলেমেট পরিহিত চালকদের হাতে রজনীগন্ধা ধরিয়ে দেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জহাঙ্গীর হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও সদর থানার অফিসরা ইনচার্জ তানভিরুল ইসলাম,ট্রফিক পুলিস, ডিবি পুলিশ, ঠাকুরগাঁও ।

ঠাকুরগাঁও (পীরগঞ্জে) হেলমেট পরা মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর।

আব্দুল্লাহ নামের এক মোটরসাইকেল চালক, এটি পুলিশের একটি ভালো উদ্যোগ। এতে পুলিশের কোনো স্বার্থ নেই। আমাদের মূল্যবান জীবন রক্ষায় পুলিশ কাজ করছেন।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, সপ্তাহে দুদিন আপনার নিরাপত্তা ও সচেতনতা বারাতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে । ট্রাফিক আইন না ভাঙার অনুরোধ জানায় তানভিরুল ইসলাম।

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন,জেলার মানুষ অনেকটা হেলমেট ব্যবহারে উদাসীন। ঠাকুরগাঁও জেলার মানুষকে শতভাগ হেলমেটের আওতায় আনতে হলে শাস্তি দিলেই হবে না। সচেতনার মাধ্যমে তাদের ট্রাফিক আইন মানাতে হবে।

তাই এলাকাবাসীকে সচেতন করতেই এ উদ্যোগের কথা চিন্তা করা হয়েছে।শুধু ফুল আর মামলা নয় আমরা ট্রাফিক আই জানানোর জন্য সড়ক পরিবহন আইনের লিফলেট প্রচার করি।

পত্রিকা একাত্তর/ আব্দুল্লাহ আল সুমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news