অসুস্থ্য ও মৃতপ্রায় গরু জবাই, জব্দ করেছে প্রশাসন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২২ মার্চ, ২০২২, ২ years আগে

অসুস্থ্য ও মৃতপ্রায় গরু জবাই, জব্দ করেছে প্রশাসন
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

নীলফামারীর ডোমারে দুর্গন্ধযুক্ত, খাওয়ার অযোগ্য অসুস্থ্য ও মৃতপ্রায় গরু জবাই করার খবরে ভ্রাম্যমাণ আদালতে গরুর মাংস, চামড়া জব্দ করে জনসম্মুখে পুতে ফেলেছে প্রশাসন।

সোমবার (২১শে মার্চ) বিকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপথী এলাকায় মেলাপাঙ্গা গ্রামের মৃত কফিল উদ্দিনের পুত্র মো. আব্দুর রহমানের বাড়িতে ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন ও সাংবাদিকবৃন্দ ঘটনাটির খবর প্রশাসনকে দেওয়ার সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসুস্থ্য জবাই করা গরুটির মাংস ও চামড়া জব্দ করে পুতে রাখা হয়েছে।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন। ঘটনাটিতে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টো, স্বাস্থ্য সহকারী বাবু অজয় চন্দ্র রায়, ডোমার থানা পুলিশ সদস্যবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত থেকে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযোগকারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান জানান, উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপথী এলাকায় ঘটনাটির খবর আমাদের কাছে আসলে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছাই। এসে দেখি খামারী আব্দুর রহমানের দুটি গরুর একটি আগে মারা গেছে এবং অপরটিকে অসুস্থ্য ও মৃতপ্রায় অবস্থায় জবাই করে। তবে কোনো মাংস বিক্রি হয় নি। অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করায় সকল মাংস জব্দ করে পুতে ফেলা হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news