বাগেরহাটে হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শুরু

জেলা প্রতিনিধি | বাগেরহাট

জেলা প্রতিনিধি | বাগেরহাট

২১ মার্চ, ২০২২, ২ years আগে

বাগেরহাটে হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শুরু
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

বাগেরহাটের কচুয়ায় ৩ হাজার ৬ শ হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ মার্চ) দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাথমিক ভাবে শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এর আগে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ৫০ বছর পূর্তি উপলক্ষে শিশিুদের নিয়ে কেক কাটেন অতিথিরা ।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল, উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার ও ওয়ার্ল্ড ভিশন কচুয়া শাখার ব্যবস্থাপক তপন কুমার মন্ডলসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ওয়ার্ল্ড ভিশন কচুয়া শাখার ব্যবস্থাপক তপন কুমার মন্ডল বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ৫০ বছর পূর্তি উপলক্ষে কচুয়া উপজেলার ৫টি ইউনিয়নের ৩ হাজার ৬০০ হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে সোমবার প্রাথমিক ভাবে শতাধিক শিক্ষার্থীকে এই উপহার সামগ্রী প্রদান করা হয়। পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীকে এই উপহার দেওয়া হবে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

পত্রিকা একাত্তর/ শেখ আবু তালেব​​​​​​​

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news