এসময় হলি লাইট স্কু্ল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোঃ আকাশ বলেন, "গত এক বছরে আমরা ভালো করে পড়াশোনা করতে পারিনি। তাই আমাদের সিলেবাস কমিয়ে দেওয়া হোক।"

সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থী মোঃ মারুফ হোসেন বলেন, গত দেড় বছরে আমরা বিদ্যালয়ে ক্লাস করতে পারিনি। লকডাউনৃসহ বিভিন্ন কারণে আমরা ঘরে বসে থাকায় আমাদের পড়ালেখায় অনেক ক্ষতি হয়েছে। যারা পড়াশোনা করতে পেরেছে তাদের পরীক্ষা যদি ৩০ ভাগ করা হয় তাহলে আমাদের পরীক্ষা আরও কম সিলেবাসে নেওয়া দরকার। কারণ তারা দেড় বছর সময় পেয়েছে কিন্তু আমরা ৫ মাসও সময় পাইনি। আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সেতাবগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল এর কাছে শিক্ষার্থীরা ৫০ ভাগ সিলেবাস করার জন্য একটি স্মারকলিপি প্রধান করে।

">

এসএসসি পরীক্ষার সিলেবাস কমানোর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৩০ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

এসএসসি পরীক্ষার সিলেবাস কমানোর দাবিতে মানববন্ধন

আগামী বছরের (২০২২ সালের) এসএসসি পরীক্ষার সিলেবাস ৭০ ভাগ থেকে নামিয়ে ৫০ ভাগ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

এসএসসি পরীক্ষার সিলেবাস না কমালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় দিনাজপুরের সেতাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় তারা বিভিন্ন দাবি আদায়ে কথা বলে।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে তেমনভাবে শিক্ষা পাঠদান হয়নি। অন্যদিকে ২০২১ সালের পরীক্ষার্থীরা ৭০ ভাগ সিলেবাসে শুধুমাত্র স্ব-স্ব বিভাগের মাত্র ৩টি পরীক্ষা দিয়েছেন। কিন্তু ২০২২ সালের পরীক্ষার্থীরা যেখানে বেশি ক্ষতিগ্রস্ত সেজন্য পরীক্ষার সিলেবাস ৭০ ভাগ থেকে নামিয়ে ৫০ ভাগ করে পরীক্ষা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান শিক্ষার্থীরা। দাবি মানা না হলে কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে অংশ নেয়া সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ফয়সাল আলমিন রিয়াদ বলেন, "এসএসসি ব্যাচ ২০২১ আমাদের আগে ছিল। আমরা তাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমাদের বিষয়টি সরকারের বিবেচনা করা উচিত। সেজন্য পরীক্ষার সিলেবাস কমিয়ে ৭০ ভাগ থেকে ৫০ ভাগ করা হোক। আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা আরও কঠোর আন্দোলন নামব।"

এসময় হলি লাইট স্কু্ল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোঃ আকাশ বলেন, "গত এক বছরে আমরা ভালো করে পড়াশোনা করতে পারিনি। তাই আমাদের সিলেবাস কমিয়ে দেওয়া হোক।"

সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থী মোঃ মারুফ হোসেন বলেন, গত দেড় বছরে আমরা বিদ্যালয়ে ক্লাস করতে পারিনি। লকডাউনৃসহ বিভিন্ন কারণে আমরা ঘরে বসে থাকায় আমাদের পড়ালেখায় অনেক ক্ষতি হয়েছে। যারা পড়াশোনা করতে পেরেছে তাদের পরীক্ষা যদি ৩০ ভাগ করা হয় তাহলে আমাদের পরীক্ষা আরও কম সিলেবাসে নেওয়া দরকার। কারণ তারা দেড় বছর সময় পেয়েছে কিন্তু আমরা ৫ মাসও সময় পাইনি। আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সেতাবগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল এর কাছে শিক্ষার্থীরা ৫০ ভাগ সিলেবাস করার জন্য একটি স্মারকলিপি প্রধান করে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news