শাহ পরীরদ্বীপে বসতবাড়ি পোড়ানোর মামলার আসামী আটক

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২০ মার্চ, ২০২২, ২ years আগে

শাহ পরীরদ্বীপে বসতবাড়ি পোড়ানোর মামলার আসামী আটক

টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে পুলিশ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে।

আটক ব্যক্তি শাহপরীর দ্বীপে বসত বাড়ীতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে হত্যা চেষ্ঠা মামলার এজাহার নামীয় আসামী। যাহার সিআর মামলা নং- ৯২/২০২২। ধৃত ব্যক্তি শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার হাফেজ উল্লাহ(৩২) সে একই এলাকার মকবুল আহমদ প্রকাশ মকবুল মাঝির পুত্র ও মামলার ৩নং আসামী।

প্রসঙ্গত রবিবার (৬মার্চ) ভোররাত আনুমানিক ২টার দিকে জমি বিরোধ ও পূর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষকে হত্যার উদ্দেশ্যে ঘুমন্ত অবস্থায় বসতবাড়ীতে আগুন দেয়। এতে বাড়ীর মালিক ও পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা ফেলেও বসত বাড়ীসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে এজাহার সূত্রে জানা যায়। উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক আব্দুল কুদ্দুস বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। একজন আসামী আটক হলেও এখনো অন্যান্য আসামীরা পলাতক রয়েছে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো: হাফিজুর রহমান জানান, শাহপরীর দ্বীপে বিভিন্ন মামলার আসামী অবস্থানের গোপন সংবাদের ভিক্তিতে এসআই আবদুল বাতেন এর নেতৃত্বে ২০ মার্চ (রবিবার) বিকালে একদল পুলিশ মাঝের পাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামী হাফেজ উল্লাহকে আটক করা হয়েছে। আটককৃত আসামীকে আগামীকাল (সোমবার) আদালতে প্রেরণ করা হবে বলে জানায়।

পত্রিকা একাত্তর/ মোস্তাক আহমদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news