বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত

উপজেলা প্রতিনিধি, আমতলী

২০ মার্চ, ২০২২, ২ years আগে

বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত

বরগুনার আমতলীতে বাসের চাপায় পিষ্ট হয়ে প্রথম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার দুপুরে আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কাছে এই দূর্ঘটনা ঘটে। নিহত ঐ স্কুল ছাত্রের নাম ইমাম হোসেন (৭)।

জানা যায়, নিহত ইমাম হোসেন আমতলীর কেওয়াবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনীতে লেখাপড়া করে। তার বাড়ি পটুয়াখালী জেলার কালিপুরা গ্রামে। রবিবার সকালে তার বাবা আবুল হোসেন শিশুটিকে স্কুলে দিয়ে যায়। দুপুরে ছুটি হলে ইমাম তার বাবার জন্য সড়কের পাশে অপেক্ষা করতে থাকে। এমন সময় একটি যাত্রীবাহী বাস শিশু ইমামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

ঐ স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম জানান, ছুটি শেষে ইমাম তার বাবার জন্য অপেক্ষা করছিল। ওই সময় তাকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে তার মরদেহ থানায় নিয়ে আসা হয়।

আমতলী থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান বলেন, শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পত্রিকা একাত্তর/ আবু সালেহ মুসা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news