মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত ২

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২০ মার্চ, ২০২২, ২ years আগে

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত ২

নীলফামারী ডোমারে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে দুইজন মোটরসাইকেল আরোহীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডোমার স্টেশনের উদ্ধারকারী দল। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

শনিবার (১৯শে মার্চ) দুপুর দেড়টায় চিলাহাটি থেকে ডোমার আসার পথে উপজেলার পশ্চিম বোড়াগাড়ি কলেজপাড়া এলাকায় দ্রুত বেগের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলের পথচারীরা সংবাদ দিলে ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ইনচার্জ সাইয়েদ ইমরান ও লিডার জয়নুল আবেদীনের নেতৃত্বে ফায়ার ফাইটার হাচান আলী, আলমাছ হোসেন, নুরনবী, বকুল চন্দ্র রায়সহ ঘটনা স্থলে এসে আহত দুই কিশোরকে উদ্ধার করে দ্রুত ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার সুব্যবস্থা করেন।

আহতরা হলেন—ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোকরা বসুনিয়াপাড়া এলাকার রফিকুল ইসলামের পুত্র মোরশেদ আলম (১৭) এবং নুরননবীর ছেলে শাকিব ইসলাম (১৬)।

ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার জয়নুল আবেদীন দুর্ঘটনায় আহত দুই কিশোরের পরিবারকে জানালে তারা হাসপাতালে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীদের অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তাদের সহায়তায় আহত দুই কিশোরকে রংপুরে পৌছে দেয়া হয়।

এ বিষয়ে আহতদের স্বজনরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বর্তমানে দুই কিশোর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ্য আছেন বলে জানান তারা।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news