চেয়ারম্যানের আত্মীয়ের নেতৃত্বে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৯ মার্চ, ২০২২, ২ years আগে

চেয়ারম্যানের আত্মীয়ের নেতৃত্বে জমি দখলের অভিযোগ

ঢাকার ধামরাই উপজেলায় এক অসহায় পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের আত্মীয়ের বিরুদ্ধে। শুক্রবার (১৮মার্চ) দিবাগত মধ্যরাতে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল গ্রামে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারটির।

এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুস সালাম মোল্লা বলেন, গতকাল রাতে একদল ভূমিদস্যু আমার পৈত্রিক জমিতে বেড়া দিয়ে জমি দখলের চেষ্টা করে। পরে থানায় খবর দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভূমিদস্যুর ভাড়াটে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে পরিবারটির আশঙ্কা, যেকোনো সময় ভূমিদস্যুরা পুনরায় জমি দখলের চেষ্টা চালাতে পারে।

তিনি আরো জানান, তার এক আত্বীয়ের সাথে এই জমির ওয়ারিশ সংক্রান্ত বিষয়ে বিরােধ চলছে। তাদের পক্ষ নিয়ে ক্ষমতার দাপটে স্থানীয় কুল্লা ইউনিয়নের চেয়ারম্যানের চাচাতোভাই আবু হানিফ সেখানে অবৈধ সুবিধা নিতে মরিয়া হয়ে উঠেছে। এ বিষয়টি নিয়ে একাধিকবার থানায় আপোষ মিমাংসার মাধ্যমে আমার পক্ষে রায় হলেও তারা বারবার তা অমান্য করে সেখানে রাতের আঁধারে বালি ভরাট, সাইনবোর্ড টাঙ্গানোসহ জমি দখলের চেষ্টা চালায়। তাই আমি বিজ্ঞ আদালতের মাধ্যমে পিটিশন দায়ের করি। আদালত সেখানে নিষেধাজ্ঞা জারি করার পরেও তারা আদালতের নির্দেশনা অমান্য করে আমার জমিতে স্থাপনা নির্মানের চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে কুল্লা ইউনিয়ন চেয়ারম্যান লুৎফর রহমানের কাছে মুঠোফোনে জানতে চাইলে জানান জমি দখলের ব্যাপারে তিনি অবগত নন। তবে অভিযুক্ত আবু হানিফ তার নিকটাত্মীয়। সে জমির ব্যবসা করেন বলেও তিনি স্বীকার করেন। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাতের অন্ধকারে স্থাপনা নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা আদালত অবমাননার শামিল যা শাস্তিযোগ্য অপরাধ।

চেয়ারম্যানের চাচাতো ভাই অভিযুক্ত আবু হানিফের কাছে জানতে চাইলে তিনি ওই জমির মালিকানা দাবি করেন। অন্য এক প্রশ্নে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, গভীর রাতে জমি দখলের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসেছি। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়েছে।

এ ব্যাপারে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওয়াহিদ পারভেজ বলেন, বিষয়টি আমরা জানি । তবে সেখানে ১৪৫ ধারায় মামলা আছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও অনধিকার প্রবেশ বেআইনি।

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পত্রিকা একাত্তর /সোহাগ হাওলাদার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news