মেলায় মজার শিশুতোষ বই

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৮ মার্চ, ২০২২, ২ years আগে

মেলায় মজার শিশুতোষ বই

স্বাধীনতার ৫০ বছর পূর্তির উদযাপনে মঠবাড়িয়া উপজেলা চত্ত্বরে চলচ্ছে ৭দিন ব্যাপি “মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী” মেলা।মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

বড়দের পাশাপাশি প্রতিদিনই আসছে শিশুরা। বাবা-মায়ের হাত ধরে হাজির হয় মেলায়। বিকেল থেকে তাদের আনাগোনা একটু বেশিই দেখা যায় শিশু কিশোরদের।তবে যাদের বাসা খুব কাছে তাদেরই দেখা মিলছে মেলায়। স্কুল শেষ করেই মায়ের হাত ধরে হাজির হচ্ছে অনেকে। ঘুরে ঘুরে বই দেখছে। বইয়ের ছবির দিকেই বেশি মনোযোগ। শিশুদের এই পছন্দের কথা মাথায় রেখে হাতে খড়ি ফাউন্ডেশনের উপকূল পাঠাগার ষ্টলে শিশুতোষ বই নিয়ে এসেছে। মেলায় দেখা গেছে কার্টুনের অনেক বই।

উপকূল পাঠাগার ষ্টলে দেখা মিলবে শিশুতোষ অনেক বই-গ্রাফিক নভেল "মুজিব", ছড়ার বই,কবিতার বই, সাধারণ জ্ঞান ও মজার মজার অনেক শিক্ষণীয় বই।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে ১০ খণ্ডের ‘মুজিব গ্রাফিক নভেল’-এর ছয়টি খণ্ড প্রকাশিত হয়েছে।জনপ্রিয় কমিক সিরিজের মাধ্যমে বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপনের উদ্যোগ নেয়া হয়। এটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সেতুবন্ধের মতো কাজ করবে। আশার বিষয় হচ্ছে, দিন দিন বাড়ছে শিশুতোষ বই।

হাতে খড়ির উপকূল পাঠাগারে প্রতিষ্ঠাতা রুবেল মিয়া জানান, শুধু শিশুদের বই ছাপালেই হবে না, খেয়াল রাখতে হবে এগুলো শিশুর উপযোগী হচ্ছে কি-না। তাদের পড়তে সমস্যা হবে কি-না। সবার মাথায় থাকে শিশুতোষ বই অনেক বেশি রঙচঙা হতে হবে। খেয়াল রাখতে হবে, রঙের এই আধিক্য শিশুর চোখের জন্য ক্ষতিকর কি-না।

পত্রিকা একাত্তর / নাহিদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news