মুরগির ফার্মে ধরা পরল চিতাবাঘ, এলাকাজুড়ে বাঘ আতঙ্ক বিরাজ

নীলফামারী জেলা প্রতিনিধি

১৮ মার্চ, ২০২২, ২ years আগে

মুরগির ফার্মে ধরা পরল চিতাবাঘ, এলাকাজুড়ে বাঘ আতঙ্ক বিরাজ
নীলফামারী থেকে ছবি পাঠিয়েছে সহিদুল ইসলাম

নীলফামারীতে একটি মুরগির খামারে মুরগী খেতে এসে বৈদ্যুতিক তারে শট হয়ে প্রান হারালো একটি চিতাবাঘ। আজ শুক্রবার (১৮ মার্চ) ভোর ৫টার সময় সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের লক্ষির বাজার নামক এলাকার অলিয়ার মুরগি ফার্মে এ ঘটনা ঘটে।

এলাকা সুত্রে জানা যায়,দুইটি বাঘ মুরগি খেতে আসলে বৈদ্যুতিক তারে শট হয়ে একটি চিতা বাঘ মারা যায় অপর আরেকটি চিতা বাঘ হুংকার দিয়ে ভুট্টা ক্ষেতে পালিয়ে যায়। এলাকাবাসী ভুট্টা ক্ষেত ঘিরে অনেক খোঁজাখুঁজি করেও বাঘটির সন্ধান না মিলায় এলাকাজুড়ে বাঘ আতঙ্ক বিরাজ করছে।

মুরগি ফার্মের মালিক অলিয়ার রহমান জানান, মুরগি চুরি ঠেকাতে রাতে ফার্মের চারিদিকে বৈদ্যুতিক তার পেচিয়ে বিদ্যুৎ দিয়ে রাখি। এ অবস্থায় বাঘ ২টি মুরগি খেতে আসলে একটি বৈদ্যুতিক শকে মারা যায় অপর আরেকটি বাঘ হুংকার দিয়ে পাশের ভুট্টা খেতের দিকে পালিয়ে যায়।

এবিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা বনবিভাগ নীলফামারী, মোমায়েম ইসলাম জানায়, বড়গাছা ইউনিয়ন থেকে একটি মৃত বাঘ উদ্ধার করা হয়, এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জীবিত বাঘটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

পত্রিকা একাত্তর /সাহিদুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news