উত্তরবঙ্গগামী যাত্রীদের ভোগান্তির শেষ নেই

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

১৬ মার্চ, ২০২২, ২ years আগে

উত্তরবঙ্গগামী যাত্রীদের ভোগান্তির শেষ নেই

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে উল্লাপাড়া হাটিকুমরুল গোল চত্ত্বর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তায় নির্মাণ ও সংস্কার কাজ চলার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এক লেন দিয়ে যান চলাচল চলছে ধীরগতিতে। চৈত্র মাসের প্রখর রোদের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী সাধারণের।

বুধবার (১৬ মার্চ) সকাল থেকে এ যানজটের সৃষ্টি হয়। ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী পরিবহন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এ যানজটের কারণে। মহাসড়কের চার লেনের কাজ ও নলকা সেতুর সংস্কার কাজ চলার কারণে কিছুদিন পরপরই ঘটছে এমন ঘটনা।

এতে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী কাঁচামাল পরিবহন গুলো পড়েছেন বিপাকে দীর্ঘ সময় যানজটে আটকে থেকে সঠিক সময়ে পণ্য পৌঁছাতে পারছেন না। এতে করে পৌঁছানোর আগেই কাঁচামাল গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পণ্য পরিবহন শ্রমিকরা। এছাড়াও ঢাকা থেকে উত্তরবঙ্গ গামী ও উভয় পাশের যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ১০ মিনিটের রাস্তায় দুই থেকে তিন ঘণ্টা আটকা পড়ে রয়েছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, মহাসড়কে চার লেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় এক লেন দিয়েই ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করাতে হচ্ছে। এতে উভয় লেনে ও মাঝেমধ্যে মুলিবাড়ী থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।

পত্রিকা একাত্তর / মোঃ শাহাদত হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news