সাপাহারে ১৫লক্ষাধিক টাকার কবুতর পুড়ে ভষ্মিভুত

জেলা প্রতিনিধি, নওগাঁ

১৬ মার্চ, ২০২২, ২ years আগে

সাপাহারে ১৫লক্ষাধিক টাকার কবুতর পুড়ে ভষ্মিভুত

নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে আগুন দিয়ে এক কবুতর খামারীর প্রায় ১৫ লক্ষাধিক টাকার বিদেশী কবুতর পুড়িয়ে মেরে ফেলেছে দুর্বত্যকারী। গত মঙ্গলবার দিবাগত রাত্রি ৩.৪৫মিনিটের দিকে সাপাহার উপজেলার ছোট মামুরিয়া গ্রামের কবুতর খামারী হাফেজ মতিউর রহমানের কবুতরের খামারে ঘটনাটি ঘটেছে।

কবুতর খামারী মতিউর জানান প্রতি দিনের ন্যায় সেদিনও সে সন্ধ্যায় কবুতরের খামারে কবুতরগুলিকে দেখে শুনে খাবার পানি দিয়ে বাসায় ঘুমিয়ে পড়ে। রাত্রী পৌনে চারটার দিকে কবুতরের খামারে হঠাৎ কে বা কাহার দেয়া আগুনের সূত্রপাত দেখে চিৎকার করতে থাকে। মতিউরের চিৎকারে বাড়ীর লোকজন সহ গ্রামবাসী এগিয়ে এলে ততক্ষনে আগুনের লেলিহান শিখা খামারের সবগুলি কবুতর, কবুতরের জন্য রাখা খাদ্যসামগ্রী ও খামারের সেলফে রাখা নগদ সাড়ে ৫২হাজার টাকা পুড়ে ভষ্মিভুত হয়।

তিনি জানান তার কবুতর খামারে জার্মানী পোটার, কিং কবুতর, আমেরিকান লক্ষা, কাশমেরী হুমার, অস্ট্রেলিয়া ঘুঘু, বিদেশী বাজরিকা পাখী সহ প্রায় ৩০ প্রজাতির ৬০০ পিচ কবুতর ও প্রায় ১০০ জোড়া ডিম ছিল। যার আনুমানিক মুল্য ১৫ লক্ষ টাকা।

সরেজমিনে ওই কবুতর খামারে গিয়ে খাচার মধ্যে পুড়ে ভষ্মিভুত হওয়া কবুতরগুলি দেখা যায়। এসময় খামারে থাকা বৈদ্যুতিক সকসার্কিড থেকেও এই আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে অনেকে জানান।

সাপাহার থানার ওসি তদন্ত আলমামুন এর সাথে কথা হলে তিনি জানান যে, এবিষয়ে থানায় অভিযোগ এসেছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন বলে জানিয়েছেন।

পত্রিকা একাত্তর / তোফায়েল আহমেদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news